পটনা: আদিত্য শ্রীবাস্তব হত্যা মামলায় রাজনীতিবিদের ছেলে রকি যাদবকে দোষী সাব্যস্ত করল বিহারের একটি আদালত।
গত বছরের মে মাসে গয়ায় নিজের রেঞ্জ রোভার চালিয়ে যাচ্ছিলেন রকি ওরফে রাকেশ রঞ্জন। সেই সময় তাকে ওভারটেক করেন আদিত্য। এদিন আদালত রায়ে জানায়, রাগের চোটে রকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আদিত্যকে গুলি করে করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিত্যর।
রকির মা বিহারের শাসক দল জেডিইউ নেত্রী। এই ঘটনার পরই, তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। রকির বাবাও প্রভাবশালী ব্যবসায়ী। অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে রকির বিরুদ্ধে থাকা সব প্রমাণ লোপাটের চেষ্টা করেন।
এমনকী, ঘটনার সময় থাকা আদিত্যর চার বন্ধু প্রথমে পুলিশের কাছে রকির বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁরা বলেন, রকি প্রথমে গাড়ি থেকে নেমে আদিত্যকে মারধর করেছিল। এরপরই নিজের ১০ লাখি পিস্তল বের করে গুলি চালিয়ে দেয়।
যদিও, পরবর্তীকালে, নিজেদের বক্তব্য থেকে সরে আসেন বন্ধুরা। সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়। অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে রকিকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে তার বাবা-মা।
এদিকে, ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল রকি। পরে, বাবার কারখানা থেকে তাকে ধরা হয়। যদিও, আদালতে সে জামিন পেয়ে যায়। এর বিরুদ্ধে বিহার প্রশাসন সুপ্রিম কোর্টে আবেদন জানালে, রকি ফের জেলে যায়।
রকি দোষী সাব্যস্ত হওয়ায় খুশি নিহত তরুণের মা চাঁদ সচদেব। তিনি বলেন, এই ১৬ মাস দুর্বিষহ ছিল। এতদিন ধরে বিচারের অপেক্ষায় ছিলাম।