নয়াদিল্লি: পরিবারের সম্মান রক্ষার্থে মেয়ের প্রেমিককে খুন করার অভিযোগ উঠল দিল্লির খায়লা অঞ্চলের একটি পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম অঙ্কিত (২০)। তাঁর সঙ্গে সম্পর্কে আপত্তি ছিল ২০ বছর বয়সি ওই তরুণীর পরিবারের। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে বচসার পর অঙ্কিতকে ছুরি মেরে এবং গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে ওই তরুণীর মা, বাবা, ভাই ও মামার বিরুদ্ধে। স্থানীয় লোকজন অভিযুক্ত মামাকে ধরে ফেলে মারধর করেন। ওই তরুণীর ভাই নাবালক হওয়ায় তাঁকে ছাড়া বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘অঙ্কিত পেশায় চিত্রগ্রাহক ছিলেন। তাঁর বান্ধবী দ্বিতীয় বর্ষের ছাত্রী। অঙ্কিতকে কেন খুন করা হল, সেটা এখনও স্পষ্ট নয়। তাঁর পার্স ও মোবাইল ফোন খোয়া যায়নি। ভারতীয় দণ্ডবিধির ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় লোকজনকেও জেরা করা হচ্ছে।’
দিল্লিতে ‘সম্মান রক্ষার্থে’ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে যুবককে ছুরি মেরে, গলা কেটে খুনের অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2018 06:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -