ত্রিচি: পুলিশ বাইক থামাতে বলতেও থামেননি। এই অপরাধে তাড়া করে এসে বাইকে লাথি মারল পুলিশ। মাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি ভ্যান পিষে দিয়ে গেল ৩ মাসের অন্তঃসত্ত্বা ঊষাকে।

তামিলনাড়ুর ত্রিচিতে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। স্বামী ধর্মরাজের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ৩০ বছরের ঊষা। সে সময় পুলিশ রাস্তায় নেমে দেখছিল, সব বাইক আরোহী হেলমেট পরেছেন কিনা। কিন্তু পুলিশ বললেও ধর্মরাজ ও ঊষা তাঁদের বাইক থামাননি। তখন কামরাজ নামে এক পুলিশকর্মী নিজের বাইকে করে তাঁদের তাড়া করেন। ধরে ফেলে তাঁদের বাইকে তিনি লাথি মারেন বলে অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিয়ে পড়ে যান ওই দম্পতি। তখনই ঘটে দুর্ঘটনা।

পিছন থেকে আসা একটি ভ্যান চলে যায় ৩ মাসের অন্তঃসত্ত্বা ঊষার ওপর দিয়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন তাঁর স্বামী। এরপরেই রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। অনেকে পুলিশের দিকে পাথর ছুঁড়তে থাকেন। তাতে তাঁদের লাঠিপেটা করে পুলিশ। বেশ কয়েকজন আহত হয়েছেন এতে।

অভিযুক্ত পুলিশকর্মী প্রথমে পালাতে পারলেও জনতার চাপে তাঁকে গ্রেফতার করা হয়েছে। টুইটার ভরে গিয়েছে ক্ষোভ ও শোকবার্তায়।