লখনউ: আলিগড়ের চাচা নেহরু মাদ্রাসার পানীয় জলে ইঁদুরের বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে।


শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় ১৪০০ পড়ুয়া। সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারির নেতৃত্বাধীন আল-নুর চ্যারিটেবল সোসাইটি।


খবরে প্রকাশ, দুষ্কৃতীরা যখন জলে বিষ মেশাচ্ছিল, সেই সময় তা দেখে ফেলে মাদ্রাসার এক পড়ুয়া। সঙ্গে সঙ্গে সে ওয়ার্ডেনকে ঘটনাটি জানায়। জলে বিষ মেশানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন সালমা আনসারি।


তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন, অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করতে। এরপরই, ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করেছে প্রশাসন।


তদন্তে নেমে ইতিমধ্যেই ওয়াটার কুলার ও জলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে বলে জানিয়েছেন আলিগড়ের পুলিশ সুপার রাজেশ পাণ্ডে।


তিনি জানান, দুষ্কৃতীদের জলে বিষ মেশাতে হাতে নাতে ধরে ফেলে এক পড়ুয়া। সেই সময় এক দুষ্কৃতী জলে ট্যাবলেট-জাতীয় কিছু মেশাচ্ছিল। প্রশ্ন করায়, অপর দুষ্কৃতী তাকে দেশী পিস্তল দিয়ে ভয়ও দেখায় বলে অভিযোগ।


এই ঘটনার পরই সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা চত্বরে সিসিটিভি বসানো হবে বলে জানানো হয়েছে।