মিরাট (উত্তরপ্রদেশ): নিজেদের পরিবারের একজন সদস্য সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় দুজন মহিলাকে গাড়িতে পিষে মেরে ফেলল এক ব্যক্তি। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা। গত সোমবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত জনৈক নকুল সিংহ সমেত চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হয়েছে নকুল। তবে বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতারির দাবিতে নিহত দুই মহিলার পরিবারের সদস্যরা হাইওয়েতে তাঁদের মৃতদেহ নিয়ে অবরোধ, ধরনায় বসেন। পুলিশ তাঁদের বুঝিয়েসুঝিয়ে অবরোধ তুলে দেয়।
এসএসপি এন কোলাঞ্চি বলেন, রামবীর ও ভীমসেনের পরিবারের লোকজন সোমবার বেশি রাতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় দেখেন, নকুল চাঁদপুর রোডে তাঁদের বাড়ির দেওয়ালে প্রস্রাব করছে। রামবীরের স্ত্রী শান্ত দেবী, ভীমসেনের স্ত্রী উর্মিলা প্রতিবাদ করলে নকুল তাঁদের পরিবারের এক মহিলার প্রতি যৌনগন্ধী মন্তব্য করে। ওই মহিলা নকুলকে বকাঝকা করেন। নকুল ক্ষিপ্ত হয়ে এর ফল ভাল হবে না বলে তাঁদের শাসিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদেই গাড়ি করে সে বন্ধুদের নিয়ে আসে, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা শান্ত দেবী, উর্মিলাকে পিষে মেরে ফেলে। রামবীরের ছেলে, আরেক যুবক গাড়ির ধাক্কায় জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নকুলের পর তার সঙ্গীদের সন্ধানে তল্লাসি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের মহিলাকে যৌনগন্ধী মন্তব্য, বকাঝকা করায় দুই মহিলাকে গাড়িতে পিষে হত্যা উত্তরপ্রদেশে!
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2019 08:27 PM (IST)
গ্রেফতার হয়েছে নকুল। তবে বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতারির দাবিতে নিহত দুই মহিলার পরিবারের সদস্যরা হাইওয়েতে তাঁদের মৃতদেহ নিয়ে অবরোধ, ধরনায় বসেন। পুলিশ তাঁদের বুঝিয়েসুঝিয়ে অবরোধ তুলে দেয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -