নয়াদিল্লি: সুকমায় মাওবাদী হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়ে গেল রাজনৈতিক দোষারোপের পালা।


হামলার জন্য মঙ্গলবার বিজেপি-নেতৃত্বাধীন ছত্তিশগড় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, (মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার) মুখ্যমন্ত্রীর ইচ্ছাশক্তি না থাকলে, রাজ্য প্রশাসন ব্যর্থ হবেই। একইসঙ্গে, সিআরপিএফ-এর পূর্ণ সময়ের প্রধান নিয়োগ না করার জন্য কেন্দ্রকেও একহাত নেন তিনি।


দলের কাজে এদিনই পশ্চিমবঙ্গ সফরে এসে নকশালবাড়ি যান বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই নিয়েও তাঁকে কটাক্ষ করেছেন সুরজেওয়ালা। তাঁর মতে, এই সময়ে নকশালবাড়ি (নকশাল আন্দোলনের পীঠস্থান হিসেবে গণ্য করা হয়) যাওয়া উচিত হয়নি বিজেপি সভাপতির। অমিতের উদ্দেশ্যে রণদীপ বলেন, দলকে দেশের আগে রাখবেন না।


আরেক কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহও কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এই মাওবাদীদের সঙ্গে আঁতাঁত করেই অনেক রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। তিনি যোগ করেন, উপজাতিদের সঙ্গে হাত না মেলালে কখনই মাওবাদী নির্মূল করা সম্ভব নয়।


কংগ্রেসের আক্রমণের জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর পাল্টা দাবি, মাও ও নকশাল সব কংগ্রেস আমলেই বৃদ্ধি পেয়েছে। এপ্রসঙ্গে, মাওবাদীদের প্রতি কংগ্রেসের নীতিকে কটাক্ষ করেন তিনি। তাঁর প্রশ্ন, ওরা (কংগ্রেস) কী হামলার নিন্দা করছে না সরকারের নিন্দা করছে? আরেক কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ বিরোধীদের উদ্দেশ্যে আবেদন করেন বিষয়টি নিয়ে রাজনীতি না করতে।