নয়াদিল্লি: ভারতের সঙ্গে সীমান্তের ‘স্থিতাবস্থা বদলাতে’ চাইছে চিন। এ কারণে ডোকলামের মতো অচলাবস্থা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, চিনের এই পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকতে হবে।
সেনা প্রধান আরও বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিন্যাসের ক্ষেত্রে ভিন্ন মত থাকার জন্য  কিছু কিছু জায়গায় বিতর্ক রয়েইছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার ঘটনা ঘটেই থাকে এবং কয়েকটি ক্ষেত্রে  তা সীমান্তে মোতায়েন দুই পক্ষের বাহিনীর মধ্যে ভুলবোঝাবুঝির সৃষ্টি করে। এ ধরনের সমস্যা সমাধানের জন্য দুই দেশের মধ্যে যৌথ ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন রাওয়াত।
সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাওয়াত বলেছেন,  ডোকলাম নিয়ে চিনের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে ভারতীয় বাহিনী বলেছে যে, দুই পক্ষকেই গত ১৬ জুনের আগের অবস্থায় ফিরে যেতে হবে। কিন্তু এ ব্যাপারে এখনও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি।
রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে অচলাবস্থার সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন সেনা প্রধান। তিনি বলেছেন, কূটনৈতিকভাবে এবং রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রয়োজন।
জেনারেল রাওয়াত সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তের অন্য সেক্টরের বাহিনীদের মধ্যে কোনওরকম আত্মসন্তুষ্টির অবকাশই নেই। তিনি বলেছেন,  এরকম আর ঘটবে না ভাবার চেয়ে প্রস্তুত ও সতর্ক থাকাই বাঞ্ছনীয়।  তাই তিনি বাহিনীকে সদাসতর্ক থাকার বার্তা দিয়েছেন।
সেনা প্রধান আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তার করছে চিন। তিনি আরও বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চিন-পাকিস্তান আর্থিক করিডোর ভারতের সার্বভৌমত্বের পক্ষে একটা চ্যালেঞ্জ।