সূত্রের খবর, এক ঠিকাকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ওই ঠিকাকর্মীকে আগেই আটক করে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতর।
প্রসঙ্গত দিন কয়েক আগেই তামিলনাড়ুর তিন ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়ে আয়কর দফতর। সেখান থেকে মোট ১৭৭ কেজির সোনা, পুরনো ৫০০ ও হাজারের নোটে ৯৬ কোটি এবং নতুন নোটে ৩৪ কোটি টাকা বাজেয়াপ্ত করে তদন্তকারী আধিকারিকরা। যে তিন ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা দেয়, তাঁরা হলেন জে.শেখ রেড্ডি, শ্রীনিবাসালু এবং প্রেম।
আয়কর দফতর সূত্রে খবর, মুখ্যসচিবের বাড়িতে এই আয়কর হানার নেপথ্যে রয়েছে এক বালি খাদান কেলেঙ্কারিও। সেদিকেও নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের।
এদিন জে শেখর রেড্ডি ও কে শ্রীনিবাসুলুকে বিশেষ আদালতে পেশ করা হলে, তাঁদের ৩ জানুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।