নয়াদিল্লি: মায়ানমার থেকে রোহিঙ্গারা যাতে ভারতে ঢুকতে না পারেন সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নিরাপত্তারক্ষীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য বিএসএফ ও অসম রাইফেলসকে সতর্ক করে দেওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বলেছে, রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে বাস করছে। তাদের কেউ কেউ আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর অশুভ চক্রান্তের অঙ্গ। এদেশে তাদের থাকা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এরপরেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
গত ৯ অগাস্ট সংসদে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভারতে ১৪,০০০ রোহিঙ্গা বসবাস করছেন। তবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি জানিয়েছে ভারতে অন্তত ৪০,০০০ রোহিঙ্গা বাস করছেন। আরও রোহিঙ্গা যাতে এদেশে না আসেন, তার জন্যই সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।
রোহিঙ্গাদের আটকাতে বাংলাদেশ, মায়ানমার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2017 06:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -