নয়াদিল্লি: দেখা যাচ্ছে, অনেকেই বারবার দাঁড়াচ্ছেন ব্যাঙ্কের লাইনে। এইভাবে ঘুরে ফিরে এসে কালো টাকা সাদা করছেন তাঁরা। তাই এবার থেকে যাঁরা ব্যাঙ্কে নোট বদল করতে আসছেন, তাঁদের আঙুলে কালি লাগানো হবে বলে জানাল কেন্দ্র। ফলে নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে ৪,৫০০ টাকার থেকে কেউ বেশি টাকা বদলে নিচ্ছেন কিনা, তা সহজে ধরা যাবে। এর ফলে ব্যাঙ্কের দীর্ঘ লাইনও কমবে বলে মনে করছে তারা।
অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, কেন্দ্রের কাছে রিপোর্ট এসেছে, বহু লোক তাঁদের কালো টাকা বদলে সাদা করে নিতে বারবার ব্যাঙ্কে আসছেন। অনেক ক্ষেত্রে আবার অনেকে মিলে সঙ্গে করে নিয়ে আসছেন একজনকে। তাঁকে দিয়ে নিজেদের সকলের কালো টাকা সাদা করা চলছে। ফলে বেআইনিভাবে কালো টাকার বান্ডিল ব্যাঙ্কে নথিভুক্ত যেমন হচ্ছে, তেমনই লাইনও বাড়ছে অকারণে। তাই এই সব গ্রাহকদের চিহ্নিত করতে টাকা বদল করতে যাঁরা ব্যাঙ্কে আসবেন, তাঁদের আঙুলে মোছা শক্ত, এমন কালি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া।
কেন্দ্র আরও লক্ষ্য করেছে, জনধন অ্যাকাউন্টের সাহায্যে বেআইনি অর্থ আইনি করার চেষ্টা করছে কালো টাকার কারবারিরা। তাই জনধন অ্যাকাউন্টের দিকে বিশেষ নজর রাখা হবে বলেও অর্থসচিব জানিয়েছেন। তবে তাঁর দাবি, পরিস্থিতির উন্নতি হচ্ছে, আগামী ক’দিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
ব্যাঙ্ককর্মীদের পরিশ্রম কমাতে তাঁদের শিফটে ভাগ করে কাজ করানো যায় কিনা খতিয়ে দেখতে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। অর্থসচিবের আশ্বাস, ব্যাঙ্কে যথেষ্ট টাকা রয়েছে, অকারণে টাকার চিন্তায় ব্যাঙ্কের সামনে লাইন দীর্ঘায়িত করার কারণ নেই। অত্যাবশ্যকীয় জিনিসপত্রের সরবরাহ যাতে ঠিক থাকে, তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বারবার ব্যাঙ্কের টাকা বদলের লাইনে? এবার থেকে আঙুলে কালি
ABP Ananda, Web Desk
Updated at:
15 Nov 2016 01:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -