ওই কেবিন ক্রুর আঁকা ছবি ও মন্তব্য টুইটারে ভাইরাল হয়ে গেলে বহু নেটিজেন গোএয়ারকে ট্যাগ করে তা হিন্দুফোবিয়া বলে অভিহিত করেন। দাবি করেন, অভিযুক্তকে এই মুহূর্তে বহিষ্কার করতে হবে, সরকারিভাবে উড়ান সংস্থাটিকে চাইতে হবে ক্ষমা। টুইটারে #বয়কটগোএয়ার ভাইরাল হয়ে যায়। এমনকী ট্যাগ করা হয় অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে।
এরপরই পদক্ষেপ করে গোএয়ার। তারা জানায়, কোনও কর্মী ব্যক্তিগত স্তরে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে তারা সহমত নয়। ওই ব্যক্তিকে এখনই বরখাস্ত করা হচ্ছে।