গুয়াহাটি: অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত ডিসেম্বরেই সিল করে দেওয়া হবে। সীমান্তে যেখানে নদী আছে, সেখানে পাড়ে প্রযুক্তি বসবে, যেখানে জমি আছে, সেখানে বসানো হবে স্মার্ট ফেন্সিং। এ কথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ, চোরাচালান রুখতে অসম সরকারের প্রয়াসের অঙ্গ হিসাবে এই উদ্যোগ বলে জানান তিনি।
গতকাল ক্ষমতায় দু বছর পূর্ণ করা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিশ্রুতি মতোই সরকার রাজ্যকে 'অর্থনৈতিক ভাবে সচল করার পাশাপাশি বেআইনি অনুপ্রবেশ ও উগ্রপন্থার অভিশাপ' থেকে মুক্ত করতেও কার্যকর ব্যবস্থা নেবে।
এদিকে ২০১৬-র নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে অসমে অসন্তোষ মাথাচাড়া দেওয়ার ব্যাপারে সোনোয়াল রাজ্যবাসীর স্বার্থের বিরুদ্ধে তাঁর সরকার কখনও কিছু করবে না বলে জানান।
ওই বিলে নির্যাতন এড়াতে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে পালিয়ে এ দেশে চলে আসার ৬ বছর বাদে ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা রয়েছে। এতেই আপত্তি উঠেছে। সোনোয়াল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় তথ্যপঞ্জি আপডেট করার উদ্যোগ নিয়েছে অসম। আমরাই দেশের প্রথম ও একমাত্র রাজ্য যারা বৈধ নাগরিকদের তথ্য রাখার প্রক্রিয়া চালাচ্ছি।