নয়াদিল্লি: সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রক ভারত-চিন সীমান্তে নিরাপত্তার বিষয় কিছু কৌশলগত পরিবর্তন এনেছে। আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে একাধিক সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান, স্পাই ড্রোন মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভারতের উত্তর-পূ্র্ব সীমান্তে মিসাইল রেখে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। পূর্ব লাদাখে ট্যাঙ্ক দিয়ে 'চিনের প্রাচীর' তৈরি করেছে ভারত।
প্রতিরক্ষা ক্ষেত্রে এই পুরো পরিকল্পনার লক্ষ্যে রয়েছে পূর্ব ভারতে সেনাবাহিনী ও পরিকাঠামো ক্ষেত্রে যে ফারাক রয়েছে পিপিলস লিবারেশন আর্মির সঙ্গে, সেটাই মুছে দেওয়ার। ভারতীয় বায়ুসেনা অরুনাচল প্রদেশে পশ্চিম সিয়াং-এ পাশিঘাট অ্যাডভান্সড ল্যানডিং গ্রাউন্ডও তাড়াতাড়ি চালু করার চেষ্টা করছে। এই এলাকাটিকে ‘স্ট্র্যাটেজিক অ্যাসেট’ হিসেবে বর্ণনা করে ভারতীয় বায়ুসেনার দাবি এখান থেকে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দুটোই ছাড়বে। কিরেন রিজিজু এর উদ্বোধন করবেন।
এএলজি চালু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো পূর্ব ভারতের আকাশপথে বিমান চলাচল পরিষেবা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও ভারতের পক্ষে আকাশপথে নজরদারি চালানোও অনেক সহজ হয়ে যাবে।
একইভাবে আন্দামান দ্বীপপুঞ্জেও সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান এবং সি-১৩০জে সুপার হারকিউলিস মোতায়েন করা হবে। এছাড়াও নজরদারি চালানোর জন্যে থাকবে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার পোসেইডন-৮আই এয়ারক্রাফ্ট। যার মূল লক্ষই হবে ভারত মহাসাগরের ওপর চিনের গতিবিধি লক্ষ্য রাখা।
তবে সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে বড় বাধা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অসমাপ্ত ৪,০৫৭ কিমির কাজ। এই জায়গাটা প্রতিদিনই চিনা সেনাবাহিনীর থেকে আক্রমণের মুখে পড়ে।
প্রসঙ্গত ৭৩টি গুরুত্বপূর্ণ সড়কপথের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি রাস্তার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যেখানে ২০১২ সালের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা ছিল। একইভাবে ১৪টি কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ রেলপথও অসম্পূর্ণ রয়েছে। যার ফলে কার্যত ভারত-চিন সীমান্তে স্থলপথে নিরাপত্তা এক বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে।
লাদাখে ট্যাঙ্ক, উত্তর-পূর্বে যুদ্ধবিমান! সীমান্ত নিরাপত্তায় কৌশলগত পরিবর্তন ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2016 09:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -