নয়াদিল্লি: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ পেরোল। তবে দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। তবে উদ্বেগ বাড়িয়ে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৯৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ১৪ হাজার ৬৮২।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৫০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৯০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ হাজার ৩৭০। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৬৬। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭০ লক্ষ ১৬ হাজার ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৫৪৯ জন। দেশে মৃত্যুর হার ১.৫১ শতাংশ। সুস্থতার হার ৮৯.৭৮ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, ২৩ অক্টোবর পর্যন্ত ১০ কোটি ১৩ লক্ষ ৮২ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ লক্ষ ৬৯ হাজার ৪৭৯টি নমুনা। মোট পজিটিভি রেট ৮ শতাংশের কম ও দৈনিক পজিটিভিটি রেট ৪ শতাংশের কম।
অ্যাকটিভ আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশে অ্যাক্টিভ কেস, মৃত্যু হার ও সুস্থতার শতকরা হার সবচেয়ে বেশি।
স্বস্তির খবর, মৃত্যুর হার ও অ্যাক্টিভ কেস ক্রমশ কমছে। মৃত্যু হার কমে হয়েছে ১.৫০ শতাংশ। এছাড়াও অ্যাক্টিভ আক্রান্ত, যাদের চিকিৎসা চলছে. এর হার ৯ শতাংশের কম। রিকভারি রেট বেড়ে হয়েছে ৯০ শতাংশ। ভারতে রিকভারি রেট ক্রমশ বাড়ছে।
দেশের ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ হাজারের বেশি অ্যাক্টিভ আক্রান্ত। শুধুমাত্র কেরল, কর্ণাটক ও মহারাষ্ট্রে ৫০ হাজারের বেশি অ্যাকটিভ আক্রান্ত। সবচেয়ে বেশি অ্যাকটিভ আক্রান্ত মহারাষ্ট্রে। অ্যাক্টিভ আক্রান্তর ক্ষেত্রে সারা বিশ্বে ভারত দ্বিতীয়। মোট আক্রান্তের সংখ্যার নিরিখেও বিশ্বে দ্বিতীয়। মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে ভারত।
করোনাভাইরাস: গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত প্রায় ৫৩ হাজার, মৃত ৬৯০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 11:57 AM (IST)
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৯৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ১৪ হাজার ৬৮২।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -