নয়াদিল্লি:  আন্তর্জাতিক সংস্থার তরফে শিক্ষা ক্ষেত্রে ভারতের সামনে যে লক্ষ্য স্থির করা হয়েছিল, সেখানে পৌঁছতে হয়তো ৫০ বছরেরও বেশি সময় লেগে যাবে ভারতের, দাবি ইউনেস্কোর। এইমুহূর্তে শিক্ষাক্ষেত্রে ভারতের উন্নয়নের যা হার, সেখানে কোনওভাবেই স্থির করা লক্ষ্য অর্থাত্ ২০৩০ সালের মধ্যে পৌঁছনো সম্ভব নয় ভারতের।

ইউনেস্কোর রিপোর্টে বলা হয়েছে এইমুহূর্তে শিক্ষাক্ষেত্রে ভারতে উন্নয়নের যা হার, তাতে ২০৫১ সাল নাগাদ ভারতের প্রতিটি জনসাধারণের প্রাথমিক স্তরের শিক্ষা থাকবে। ২০৬২ সাল নাগাদ দেশের প্রত্যেক জনসাধারণের সেকেন্ডারি স্তরের শিক্ষা থাকবে বলে আশা করা হচ্ছে। এবং উচ্চ সেকেন্ডারি স্তরের শিক্ষা প্রত্যেকের পেতে ২০৮৫ সাল হয়ে যাবে। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে স্থির করা লক্ষ্য অর্থাত্ ২০৩০ সালের বদলে প্রায় পঞ্চাশ বছর বেশি সময় লাগবে ভারতের শিক্ষাক্ষেত্রে স্থির করা লক্ষ্যে পৌঁছতে।