নয়াদিল্লি: দেশের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, তা নিশ্চিত করতে গুগল-এর ‘স্ট্রিট ভিউ’-কে খারিজ করল ভারত।
সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, স্ট্রিট ভিউ দিয়ে ভারতের যে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করার যে পরিকল্পনা করছে গুগল, তা বাতিল করা হল।
সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এধরনের ম্যাপিং হলে জঙ্গিরা অতি সহজেই সব তথ্য পেয়ে যাবে। জানা গিয়েছে, গোয়েন্দাদের আশঙ্কার ভিত্তি ছিল ২০০৮ সালের মুম্বই হামলা।
ওই হামলায় অভিযুক্ত পাক-মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি ঘটনার আগে এদেশে এসে বিভিন্ন জায়গার ছবি তুলে নিয়ে যায়। গোয়েন্দাদের আশঙ্কা, গুগলের এই প্রযুক্তির ফলে জঙ্গিরা এবার নিজেদের ঘরে বসেই সব ছবি পেয়ে যাবে।
সরকারি সূত্রের খবর, প্রস্তাবটিকে বিস্তারিতভাবে পরখ করার পরই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে রিপোর্ট প্রকাশ করে গোয়েন্দা ও সামরিক বাহিনী।
কী এই স্ট্রিট ভিউ? এটি গুগলের একটি প্রযুক্তি। যা গুগল আর্থ ও গুগল ম্যাপের মধ্যে থাকে। যেখানে ৩৬০ ডিগ্রি, প্যানোরামিক এবং রাস্তার ত্রিমাত্রিক ছবির মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্ত একেবারে হাতের মুঠোয় চলে আসবে।
ছবিগুলি তুলতে ব্যবহার করা হয় মূলত গাড়ি। তবে কখনও ট্রেকার, সাইকেল, নৌকা, স্নোমোবাইল, উঠ এমনকী হেঁটেও ছবি তোলা হয়। স্ট্রিট ভিউ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং বহু ইউরোপীয় দেশে চালু রয়েছে।
প্রাথমিকভাবে, দেশের কয়েকটি জায়গাকে স্ট্রিট ভিউয়ের আওতায় নিয়ে আসার সম্মতি জানিয়েছিল কেন্দ্র। তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, বারাণসী নদীর পাড়, নালন্দা বিশ্ববিদ্যালয়, মহীশূর প্যালেস, তাঞ্জাভুর মন্দির, চিন্নাস্বামী স্টেডিয়াম সহ দেশের কিছু পর্যটন-কেন্দ্রকে স্ট্রিট ভিউ-এর আওতায় আনা হয়। কিন্তু নিরাপত্তা সংস্থাগুলির আপত্তিতে গোটা ভাবনাটাই খারিজ করা হল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুগল স্ট্রিট ভিউ-কে খারিজ করল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2016 10:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -