নয়াদিল্লি: ২০১৭-য় ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে, এমনকী পাঁচ নম্বরে থাকা ব্রিটেনকেও সম্ভবত টপকে যাবে ভারত। সাতে চলে গিয়েছে ফ্রান্স। তার জিডিপির পরিমাণ ২.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে ভারতের জিডিপি ২.৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাঙ্কের এক তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণে এমনই বলা হয়েছে।

ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ব্রিটেনের ডিজিপির পরিমাণ ২.৬২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের তুলনায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

বিশ্বব্যাঙ্কের ওই বিশ্লেষণে আমেরিকাকে দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতির তকমা দেওয়া হয়েছে। দুইয়ে চিন। মার্কিন অর্থনীতির আয়তন ১৯.৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, চিনের ১২.২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় ও চতুর্থ সবচেয়ে বড় অর্থনীতি যথাক্রমে জাপান ও জার্মানির। জাপানের জিডিপির পরিমাণ ৪.৮৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, জার্মানির ৩.৬৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। জিডিপির মানদণ্ডে শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় রয়েছে ব্রাজিল (অষ্টম), ইতালি (নবম) ও কানাডা (দশম)।

বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক বছরে সহজে ব্যবসা করার পরিবেশ তৈরির জন্য বেশ কিছু সংস্কারমূলক ব্যবস্থা করেছে ভারত সরকার। এর মধ্যে রয়েছে জিএসটি ও আইবিসি (ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড ) চালু করা। সরকারি ব্যয় ও বিনিয়োগ বেড়েছে। ফলে ২০১৮-র মার্চে শেষ হওয়া গত তিন মাসে দেশের অর্থনীতি বেড়েছে ৭.৭ শতাংশ, যা সাতটি ত্রৈমাসিকে সর্বোচ্চ হার।

গত এপ্রিলে প্রকাশিত আইএমএফের বিশ্ব অর্থনৈতিক আউটলুক অনুসারে ভারতীয় অর্থনীতির আয়তন দাঁড়াবে ২.৬১ ট্রিলিয়ন মার্কিন ডলার, ফ্রান্সের ২.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।