নয়াদিল্লি: চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়ার ৩ সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করল দিল্লি। এই ৩ সাংবাদিক জিনহুয়ার মুম্বই ও দিল্লি ব্যুরোয় কাজ করছিলেন। ভারত সরকার তাঁদের ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় ৩১ তারিখের মধ্যে তাঁদের ভারত ছাড়তে হবে।
কেন ভারত এই পদক্ষেপ নিল, তার সরকারিভাবে কোনও কারণ জানানো হয়নি। গত মাসেই বেজিংয়ের আপত্তিতে এনএসজি-র সদস্যপদ পায়নি ভারত। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাড়তে থাকা সখ্যতায় সিঁদুরে মেঘ দেখে চিনা সংবাদমাধ্যম মন্তব্য করে, ভারত বখে যাওয়া, আত্মতৃপ্ত দেশ। তাদের এনএসজি প্রবেশের চেষ্টা আটকে দিয়ে বেজিং ঠিক করেছে।
তবে বিদেশি সাংবাদিকদের ওয়ার্ক ভিসা আটকে দেওয়া নতুন কিছু নয়। বিদেশি সাংবাদিক সরকারি নীতির সমালোচনা করে লেখালেখি করলে তাঁকে বহিষ্কার করার পূর্ণ অধিকার রাখে সংশ্লিষ্ট সরকার। ডিসেম্বরে চিনও এক ফরাসি সাংবাদিককে বহিষ্কার করে, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চিন সরকারের নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন বলে।
জিনহুয়া সংবাদসংস্থা চিনের সরকারি সংবাদমাধ্যম। এটি সরাসরি কাজ করে চিনা মন্ত্রিসভার নির্দেশে, এর মাথায় রয়েছেন চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। ভারত- চিন দুদেশই অন্য দেশের সাংবাদিককে ওয়ার্ক ভিসা দেওয়া নিয়ে দীর্ঘকালীন গড়িমসিতে দক্ষ। কিন্তু সম্ভবত এই প্রথম মেয়াদ বাড়ানো হল না সাংবাদিকের ওয়ার্ক ভিসার।