নয়াদিল্লি:  আজ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তরফে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি হার সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করা হয়। আইএমএফ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৮ সালে ভারতীয় অর্থনীতি অতি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির হার ৭.৪ শতাংশ থাকবে, যেটা আগামী একবছরের মধ্যে ৭.৮ শতাংশে ছোঁবে।

 

আইএমএফ-এর এশিয়া এবং প্যাসিফিক রিজিওনাল আউটলুকের রিপোর্ট অনুযায়ী ভারতীয় অর্থনীতি ধীরে ধীরে নোট বাতিলের নেতিবাচক প্রভাব কাটিয়ে ফেলছে। ধীরে হলেও, দেশের অর্থনীতির বৃদ্ধির হার এখন উর্ধ্বমুখী। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের জিএসটি নীতিরও ভারতের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে আইএমএফ-এর পক্ষ থেকে।

ভারতের পর দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার উর্ধ্বমুখী বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ২০১৮ থেকে ২০১৯ সালে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হারে থাকবে। এরপর রয়েছে শ্রীলঙ্কা, যার ২০১৮-১৯ সালে বৃদ্ধির হার থাকবে ৪ থেকে ৪.৫ শতাংশ হারে। নেপালের ২০১৮ সালে বৃদ্ধির হার থাকবে ৫ শতাংশে। সেখানে আগামী বছর এই বৃদ্ধির হার থাকবে ৪ শতাংশে, দাবি আইএমএফ-এর রিপোর্টে। তবে এই রিপোর্টের মধ্যে পাকিস্তান নেই, কারণ পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে।

রিপোর্টে আরও একটি আশার খবর, বিশ্বের মধ্যে যে জায়গার আর্থিক বৃদ্ধির হার উর্ধ্বমুখী রয়েছে, সেই তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে এশিয়ার নাম। এমনকি বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলি, দাবি রিপোর্টে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ফিসকাল স্টিমুলাস নীতিও এশিয়ার অর্থনীতিকে নানা ভাবে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ২০১৮-১৯ সালে এই অঞ্চলের আর্থিক বৃদ্ধির হার ৫.৬ শতাংশে থাকবে বলে দাবি রিপোর্টে।