নয়াদিল্লি: অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে GDP-র সঙ্কোচন হয়েছে ৭.৫ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জিডিপি-র এই নতুন হার জানানো হয়। এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হল। অর্থনীতিবিদদের মতে, পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হলে তাকে টেকনিক্যাল রিসেশন বা আপাত মন্দা বলা যায়। সেই অর্থে ভারতীয় অর্থনীতি মোদি সরকারের আমলে প্রথমবার মন্দার কবলে পড়ল।

এর আগে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকেও জিডিপি সঙ্কোচনের হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ৯ শতাংশে। জিডিপি সঙ্কোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশ হওয়ার পরেই প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নিশানা করে রাহুল গাঁধী ট্যুইট করেন, প্রধানমন্ত্রী মোদির আমলে সরকারিভাবে এই প্রথমবার ভারতের অর্থনীতি মন্দার কবলে পড়ল।



অক্টোবরে আরবিআই - এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনাভাইরাসের জেরে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চলতি অর্থবছরে ভারতের জিডিপিতে বড়সড় ধাক্কা আসতেই পারে। তিনি বলেন, প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি সংকোচন আমাদের পিছিয়ে দিয়েছে। তবে জিডিপি বৃদ্ধি পেলে ফের আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। আর এবার পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হল।