কাঠমান্ডু: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নেপালের বিভিন্ন হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩০ টি অ্যাম্বুলেন্স ও ৬ টি বাস উপহার দিল ভারত। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরি কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন সংস্থাগুলির প্রতিনিধিদের হাতে গাড়িগুলির চাবি তুলে দেন।
স্বাধীনতা দিবস পালনের ওই অনুষ্ঠানে পুরি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান। ওই বার্তায় গত সাত দশকে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পুরি ভারতীয় সশস্ত্র বাহিনীর শহিদ জওয়ানদের পরিবারের হাতে ৫.৭৩ কোটি নেপালি টাকার চেক ও কম্বল তুলে দেন। নেপালের ৬১ টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ও গ্রন্থাগারগুলির জন্য বইও উপহার দেওয়া হয়।
স্বাধীনতা দিবসে নেপালকে ৩০ টি অ্যাম্বুলেন্স উপহার ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Aug 2017 08:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -