নয়াদিল্লি: আগামী অর্থবর্ষে জিডিপি বাড়বে ৭.৩% হারে। বলল বিশ্ব ব্যাঙ্ক। পরের অর্থবর্ষে সেই বৃদ্ধি হবে ৭.৫%। ভারতীয় অর্থনীতির বিশ্বাসযোগ্যতা রয়েছে বলেও মন্তব্য করেছে তারা।


বিশ্ব ব্যাঙ্ক বলেছে, ধীরে অথচ দৃঢ়ভাবে ভারতে উন্নয়ন হচ্ছে। বাজারে অবিশ্বাস কমেছে, চিনে যেমন উন্নয়ন মূলত হয় রফতানির ওপর ভর করে, এ ক্ষেত্রে তেমনটা নয়। ভারতের উন্নয়নের কারণ অনেক, মূলত বিনিয়োগ, ব্যক্তিগত ব্যয় ও রফতানির জেরে এ দেশে বৃদ্ধি ঘটে।

৩১ মার্চ শেষ হচ্ছে বর্তমান অর্থবর্ষ। বিশ্ব ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে, আর্থিক উন্নতি হয়েছে ৬.৭% হারে। তারা বলেছে, ভারতীয় অর্থনীতির দীর্ঘকালীন বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, গত ১০ বছরে গড়বৃদ্ধি হয়েছে ৭% হারে। ২০১৬-১৭-র শেষ দুটি ত্রৈমাসিক ও ২০১৭-১৮-র প্রথম ত্রৈমাসিকে নোটবাতিল ও জিএসটি নিয়ে প্রাথমিক ধোঁয়াশার জেরে জিডিপি সাময়িকভাবে পড়েছিল। কিন্তু ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে বৃদ্ধি হবে ৭.৩ ও ৭.৫% হারে।

আর এই আর্থিক বৃদ্ধি মূলত হবে পরিষেবা ক্ষেত্রের কাঁধে ভর দিয়ে, মন্তব্য করেছে তারা। এছাড়া শিল্পক্ষেত্রে জোয়ার আসবে, জিএসটি চালুর কারণে অক্সিজেন পাবে নির্মাণ ক্ষেত্র। উন্নতি হবে কৃষি ক্ষেত্রেও।

তবে বৃদ্ধির হার ৮% ছুঁতে হলে সংস্কার টানা চালিয়ে যেতে হবে ও ঋণ এবং বিনিয়োগ সংক্রান্ত সমস্যা মেটানো সহ তার ক্ষেত্র আরও বাড়াতে হবে বলে বিশ্ব ব্যাঙ্ক মন্তব্য করেছে। পাশাপাশি রফতানি ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর পক্ষেও সওয়াল করেছে তারা।