নয়াদিল্লি: খুব শীঘ্রই ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের আগে প্যালেস্তিনিয়দের সংগ্রামে ভারতের অবিচল সমর্থনের কথা জানালেন মোদী। প্যালেস্তাইনের সফররত প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসকে এই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
চারদিনের ভারত সফরে এসেছেন আব্বাস।
আব্বাসের সঙ্গে বিস্তারিত বৈঠকের পর মোদী বলেছেন, সার্বভৌম, স্বাধীন, ঐক্যবদ্ধ ও মজবুত প্যালেস্তাইনকে দেখতে চায় ভারত।  সেইসঙ্গে ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়েও আশা প্রকাশ করেছেন মোদী।
মোদী ও আব্বাসের বৈঠকে প্যালেস্তাইনের সঙ্গে ভারতের পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত অবিচলভাবে প্যালেস্তাইনের সংগ্রামে সমর্থন জানিয়ে এসেছে।
মোদী আরও বলেছেন, প্যালেস্তাইন ইস্যুর সার্বিক সমাধান খুঁজে পেতে প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু হবে বলে ভারতের আশা।