দোহা: ভারতে ব্যবসার সুবর্ণ সুযোগ রয়েছে। ৮০ কোটি তরুণ তরুণী আমাদের সবথেকে বড় শক্তি। এই সুবিধে কাজে লাগান, ভারতে বিনিয়োগ করুন। এই ভাষাতেই কাতারের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে তাঁদের এ দেশে আসার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শিল্পপতিদের তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছেন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, রেলওয়ে ও সৌরশক্তির মত ক্ষেত্রে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। রবিবার তাঁর কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসার কথা।


এর আগে শনিবার স্থানীয় একটি মেডিক্যাল ক্যাম্পে এখানে কর্মরত ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাঁদের তিনি আশ্বাস দেন, এখানে তাঁদের যে সব সমস্যার সম্মুখীন হতে হয়, সে ব্যাপারে তিনি কাতারের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।

আফগানিস্তানে আফগান- ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যামের উদ্বোধন করে শনিবার রাতেই দোহা পৌঁছন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কাতারের প্রধানমন্ত্রী।