এই প্রথম কোনও মহাকাশযানকে আকাশে পাঠিয়ে সেটি আবার পৃথিবীতে ফেরত আনতে চলেছে ইসরো। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে বিজ্ঞানীরা যানটিকে ফিরিয়ে আনবেন বঙ্গোপসাগরে সাময়িকভাবে তৈরি একটি রানওয়েতে। তারপরেই টুকরো টুকরো হয়ে যাবে সেটি। তবে পরে দেখা হবে যাতে ওই মহাকাশযান জলে নয়, সরাসরি এসে শ্রীহরিকোটাতেই নামে।
বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান কে শিভন জানিয়েছেন, এই উড়ানের মাধ্যমে তাঁরা পরীক্ষা করতে চান তাঁদের চিন্তাভাবনা আসল উড়ানের সঙ্গে কতটা সামঞ্জস্য রাখছে। তার ওপর ভিত্তি করে তৈরি হবে পুরোদস্তুর একটি মহাকাশযান যেটিকে মহাকাশে পাক খাওয়ানোর পর পৃথিবীতে ফিরিয়ে এনে আবার ব্যবহার করা যাবে। এ জন্য শ্রীহরিকোটায় একটি ৫ কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন।
আসল যে আরএলভি আকাশে উড়বে সেটির দৈর্ঘ্য হবে ৪০ মিটারের মত। সবথেকে বড় কথা হল, তাতে করে মহাশূন্যে পাঠানো যাবে ভারতীয় মহাকাশচারীদের।