নয়াদিল্লি: বর্তমান অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ভারতে ৭.২ থেকে ৭.৫ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি হতে পারে বলে আশার কথা শোনালেন অরুণ জেটলি। বৃহস্পতিবার সংসদে ২০১৮-১৯ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও বলেন, ভারত বিশ্বের পঞ্ম বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে।
তিনি বলেন, কেন্দ্রের এনডিএ সরকারের শাসনের প্রথম তিন বছরে ভারতে গড়ে সাড়ে সাত শতাংশ হারে বৃদ্ধি ঘটেছে। ভারতীয় অর্থনীতির আয়তন হয়েছে ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধির সেই ধারা বহাল রেখেই ৭.২-৭.৫ % হারে উন্নয়ন হওয়ার প্রত্যাশার কথা বলেন জেটলি।
কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সিএসও)-র হিসাব, আগামী ৩১ মার্চ শেষ হতে চলা বর্তমান অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার হতে পারে সাড়ে ৬ শতাংশ। এ সপ্তাহে সংসদে পেশ করা আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, ২০১৮-১৯ এ অর্থনীতির বৃদ্ধি হতে পারে ৭ থেকে ৭.৫ শতাংশ হারে।
২০১৭-১৮ র প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫.৭ শতাংশ, যা ছিল গত তিন বছরের সবচেয়ে কম। দ্বিতীয় ত্রৈমাসিকে অবশ্য তা কিছুটা ভদ্রস্থ জায়গায় যায়, বেড়ে হয় ৬.৩ শতাংশ।
এদিকে বিদ্যুতমন্ত্রী আর কে সিংহের দাবি, অর্থনীতিবিদরা সাবধানী অবস্থান নিয়েছেন, তাই আর্থিক বৃদ্ধির হার সাড়ে সাত শতাংশ হবে বলছেন। কিন্তু আসলে বৃদ্ধির হার সাড়ে আট শতাংশ হয়ে যাবে।