নয়াদিল্লি: আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার পরিকল্পনা নিচ্ছে ভারত। এজন্য পাঁচটি এস-৪০০ অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চলেছে ভারত। চুক্তির অঙ্ক প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এই এয়ার ডিফেন্স সিস্টেম তিন ধরনের ক্ষেপনাস্ত্র ছুঁড়তে সক্ষম এবং তা ৪০০ কিমি দূরত্ব পর্যন্ত শত্রুপক্ষের বিমান, ক্ষেপনাস্ত্র এবং এমনকি ড্রোনও ধ্বংস করে দিতে পারে। ফলে এর মাধ্যমে আকাশপথে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। জানা গেছে, এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম একইসঙ্গে ৩৬ টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম।
আলমাজ-অন্টে এই এস-৪০০-র নির্মাতা। এটি এস-৩০০-র উন্নত সংস্করণ। এই সিস্টেম ২০০৭ থেকে শুধুমাত্র রাশিয়াই ব্যবহার করত।
রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেমের অধিকারী হবে ভারত। এর আগে চিন ২০১৫-তে এরজন্য ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
ক্রেমলিন অবশ্য চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। যদিও সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে রুশ প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতকে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জানের সরাসরি সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে আগে রয়েছে। এছাডাও ভারতের সঙ্গে যৌথ গবেষণা এবং সামরিক ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সামগ্রীর উত্পাদনেও রাশিয়াই সর্বাগ্রে রয়েছে। পুতিন বলেছেন, দুটি দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা রয়েছে।
ভারতকে রাশিয়ার অগ্রাধিকার প্রাপ্ত স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেও উল্লেখ করেছেন পুতিন।
উল্লেখ্য,১৫ ও ১৬ অক্টোবর গোয়াতে অনুষ্ঠিত হবে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আসছেন পুতিন। এর অবকাশে বৈঠকে বসবেন মোদী ও পুতিন।