নয়াদিল্লি: বিদ্যুতের সরঞ্জাম চিন থেকে ভারত আমদানি করবে না বলে জানালেন কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী আরকে সিংহ। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই এ কথা জানালেন মন্ত্রী।

রাজ্যগুলির বিদ্যুত মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল  বৈঠকে আরকে সিংহ বলেছেন, চিন ও পাকিস্তান থেকে এ ধরনের সরঞ্জামের আমদানির অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, চিনা সংস্থাগুলিকে কোনও সরঞ্জাম সরবরাহের বরাত দেওয়া উচিত নয় ডিসকমের।

এদিন রাজ্যগুলির বিদ্যুতমন্ত্রীদের সঙ্গে কনফারেন্সে সভাপতিত্ব করেন আরকে সিংহ। কনফারেন্সে নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আমরা সবকিছুই এখানে তৈরি করি। ভারত ৭১ হাজার কোটি টাকার বিদ্যুতের সরঞ্জাম আমদানি করেছে। এরমধ্যে চিন থেকে ২১ হাজার কোটি টাকার।

তিনি বলেছেন, চিনের মতো দেশ থেকে এত বিপুল আমদানি বরদাস্ত করা যায় না। চিন ও পাকিস্তান থেকে কিছু নেওয়া হবে না। ওই দুটি দেশ থেকে আমদানির অনুমতি দেওয়া হবে না। এ সব সামগ্রীতে ম্যালওয়ার বা অন্য কিছু থাকতে পারে, যা তারা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এতে দেশের বিদ্যুত্ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার আশঙ্কা থাকবে।

সিংহ আরও বলেছেন, টাওয়ার সামগ্রী, কন্ডাক্টর, ট্রান্সফর্মার ও মিটারের বিভিন্ন অংশ আমদানি করা হয়, এটা খুব দুঃখজনক। এগুলি এখানে উত্পাদন হয় এবং পাওয়াও যায়।

তিনি বলেন, আত্মনির্ভর ভারত মিশন হিসেবে দেশে যা পাওয়া যায় সেগুলি চিন থেকে আমদানি করা হবে না। একইসঙ্গে আমদানি করা সরঞ্জাম পর্যবেক্ষণ করে দেখা হবে। পর্যবেক্ষণের আওতায় সরকার সরঞ্জামের আমদানি অস্বীকার করতে পারে।

চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ।

ডিসকমগুলিকে তহবিল যোগানের জন্য মন্ত্রী নয়া প্রকল্প সম্পর্কে ঘোষণা করেছেন- যেগুলো তিন প্রকল্পে উদয়, ডিডিইউডিজেওয়াই ও আইপিডিএস-এ অন্তর্ভূক্ত হবে।

নতুন প্রকল্পগুলির আওতায় ডিসকমগুলিকে লোকসান কমাতে রাজ্যকে পরিকল্পনার কথা জানাতে হবে।