নয়াদিল্লি: দলাই লামার অরুণাচল প্রদেশ সফরের জবাবে যেভাবে সেখানকার ৬টি জায়গার নাম চিন বদলে দিয়েছে, তাতে তীব্র আপত্তি জানাল নয়াদিল্লি। তিব্বতী ধর্মগুরুকে অরুণাচলে যাতে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, সেজন্য দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার হুমকি দেওয়া সহ নানা ভাবে চাপ সৃষ্টি করেছিল চিন। কিন্তু তাতে পাত্তা না দিয়ে দলাইকে দেওয়া অনুমতি বহাল রাখে নরেন্দ্র মোদী সরকার। পাল্টা গতকালই চিন ঘোষণা করে, তারা ভারতের উত্তরপূর্বের ওই প্রদেশের ৬টি জায়গার সরকারি নাম বদলে নতুন নাম দিয়েছে। তাদের দাবি, অরুণাচল যেহেতু তিব্বতের অংশ, তাই সেখানকার জায়গার নাম বদলের পদক্ষেপে কোনও অন্যায়ই নেই।

কিন্তু ভারত যে প্রতিবেশীর এই আচরণ বরদাস্ত করতে তৈরি নয়, তা স্পষ্ট করে দিয়ে আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তিনি চিনের উদ্দেশ্যে বলেন, আপনার প্রতিবেশী দেশের জায়গার নাম বদলে বা সেখানকার নতুন নাম আবিষ্কার করলেই সেই জায়গা বেআইনি ভাবে দখল করে রাখাটা বৈধ হয়ে যায় না।
কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়ে দেন, নাম বদলে কোনও প্রভাবই পড়বে না ভারতের ওপর। বলেন, কোনও বিদেশি রাষ্ট্রের ভারতের অভ্যন্তরীণ কোনও জায়গার নাম পরিবর্তনের বিন্দুমাত্র অধিকার নেই। তিনি বলেন, অরুণাচলের প্রতিটি ইঞ্চি ভারতের। ওরা নাম বদলাক না, কী আসে যায় তাতে? আপনি আপনার প্রতিবেশীর নতুন নাম দিতেই পারেন, কিন্তু তাঁর পরিচয় বদলে যাবে কি?