নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি পেতে আপাতত তারা ভেটো দেওয়ার অধিকার ছাড়তে রাজি। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান- জি ফোর দেশগুলি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে তারা চায়, যত তাড়াতাড়ি সম্ভব, নিরাপত্তা পরিষদের কলেবর বাড়ানো হোক, জায়গা দেওয়া হোক নতুন সদস্যদের।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন এ ব্যাপারে তৈরি করেছেন একটি প্রস্তাব। ইন্টার-গভর্নমেন্টাল নেগোশিয়েসনস অন কাউন্সিল রিফর্মসে জি ফোর-এর এই অবস্থানের কথা ব্যাখ্যা করেছেন তিনি।
জি ফোর যা বলছে, তা হল, নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্যরা নীতিগতভাবে বর্তমান ৫ সদস্য দেশের মতই ভেটো দেওয়ার ক্ষমতা পাবে। শুধু তারা সেই ক্ষমতা ব্যবহার করবে না, যতদিন না বিষয়টি পর্যালোচনা করে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে।
যদিও পাকিস্তান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। ইউনাইটিং ফর কনসেনসাস বা ইউএফসি নামে যে ১৩টি সদস্য দেশের তারা অংশ, তারা এতদিন ধরে রুখে এসেছে নিরাপত্তা পরিষদের সংস্কারের কোনওরকম প্রচেষ্টা। ইউএফসি-র দাবি, বর্তমানে সদস্য দেশগুলি যে ২ বছরের জন্য নির্বাচিত হয়, তা বাড়ানো হোক। যদিও বাস্তবে
যখনই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য বাড়ানোর কথা উঠেছে, তখনই তাতে তারা বাগড়া দিয়েছে।
পুরনো অবস্থান মতই জি ফোরের নয়া প্রস্তাবেরও কড়া বিরোধিতায় পাকিস্তান। তাদের বক্তব্য, ভেটো দানের ক্ষমতা যদি ব্যবহার নাও করা হয়, তাহলেও নিরাপত্তা পরিষদের কর্মপদ্ধতির ওপর তার রীতিমত প্রভাব থাকবে। তাই সদস্য বাড়ানোর থেকে বরং নির্বাচিত সদস্য দেশগুলি যাতে আরও বেশি ক্ষমতা পায়, তার ব্যবস্থা হোক।
ইউএফসি-র অবস্থানকে বস্তাপচা বলে বাতিল করেছে দিল্লি। আকবরউদ্দিন বলেছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা না বাড়িয়ে তা সংস্কারের চেষ্টা অর্থহীন, আফ্রিকার দেশগুলির সাম্যের দাবির প্রতি তা অবিচার করছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারত আপাতত ভেটোর অধিকার ছাড়তে রাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2017 08:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -