কাশ্মীরের জবাবে উরি; রাষ্ট্রপুঞ্জে সম্মুখ সমরে ভারত-পাকিস্তান
ABP Ananda, Web Desk | 19 Sep 2016 01:32 PM (IST)
নয়াদিল্লি: উরি হামলার পরই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলতে চলেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পৌঁছে গেছেন নিউ ইয়র্কে। উল্টোদিকে ভারতও বসে নেই। ওই মঞ্চ থেকেই উরি হামলার প্রসঙ্গ তুলে পাকিস্তানের উদ্দেশ্য বিশ্বের সামনে স্পষ্ট করে দিতে চায় তারা। জানা গেছে, উরি হামলার কথা রাষ্ট্রপুঞ্জে বলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২৬ তারিখ তাঁর ভাষণে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই প্রসঙ্গে পাকিস্তানকে নাস্তানাবুদ করবেন। উল্টোদিকে পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরি জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শরিফ তুলবেন কাশ্মীরে ভারতীয় সেনার ‘মানবাধিকার লঙ্ঘন’-এর প্রসঙ্গ। আন্তর্জাতিক মহল ও রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করবেন, কাশ্মীরের মানুষকে ‘আত্মনিয়ন্ত্রণ’-এর সুযোগ দিতে। এর মধ্যে পাকিস্তান ভেনেজুয়েলায় নির্জোট সম্মেলনে ইতিমধ্যেই তুলেছে কাশ্মীর ইস্যু। তাদের দাবি, ১২০ দেশের এই সংগঠনের কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ হওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবমত জম্মু কাশ্মীরে গণভোট না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না। একইসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে সন্ত্রাসবাদকে ধিক্কার জানিয়েছে তারা। তাদের বক্তব্য, সন্ত্রাসের সঙ্গে ‘লড়াই’-এ তারাও হাজার হাজার প্রাণ বলি দিয়েছে। এদিকে উরি হামলার জেরে আরও অনিশ্চিত হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্কে যোগ দিতে ইসলামাবাদ সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সরাসরি পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন।