নয়াদিল্লি: যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে নিউ ইয়র্ক টাইমস-এর সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগীকে বেছে নিয়েছেন, প্রশ্ন তুলে তাঁর বিচক্ষণতা নিয়ে কটাক্ষ করেছে মার্কিন সংবাদপত্রটি। তবে এর জবাবও দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।
‘মোদীর হিন্দু কট্টরবাদীদের বিপজ্জনক আলিঙ্গন’ শিরোনামে এক সম্পাদকীয়তে নিউইয়র্ক টাইমস বলেছে, ২০১৪ সালে নির্বাচিত হওয়া ইস্তক মোদী একদিকে উন্নয়ন ও আর্থিক প্রগতির মতো ধর্মনিরপেক্ষ উদ্দেশ্যের পক্ষে সওয়াল করছেন, পাশাপাশি নিজের দলের কট্টরপন্থী অংশকেও তুষ্ট করে চলেছেন। প্রধানমন্ত্রী মোদীর দলের “আগুনখেকো হিন্দু ধর্মগুরু” আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক করাটা ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ‘নির্মম তিরস্কার’ বলেও মন্তব্য করা হয়েছে সম্পাদকীয়তে।
পাল্টা গোপাল বাগলের মন্তব্য, সব সম্পাদকীয়, বক্তব্যই কোনও না কোনও মতকে প্রতিফলিত করে। বিশেষ করে এই বিষয়টি। প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে উঠে আসা জনমত, রায় সম্পর্কে দেশের ভিতরে বা বাইরে এমন সংশয় প্রকাশ করা কতদূর সঙ্গত, সেই প্রশ্ন উঠতে বাধ্য।
আদিত্যনাথকে কেন মুখ্যমন্ত্রী পদে? মার্কিন সংবাদপত্রে মোদীর সমালোচনায় কড়া জবাব দিল্লির
Web Desk, ABP Ananda
Updated at:
25 Mar 2017 12:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -