মুম্বই: ঘুষ নেওয়া এবং দুর্নীতির বিচারে কোন দেশ কত নম্বর স্থানে রয়েছে, সেই নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার বিচারে কর্মক্ষেত্র ও ব্যবসায় ভারতে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া নেওয়া হয়ে থাকে। সেই সমীক্ষা অনুযায়ী ৪১টি দেশের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত।


সমীক্ষকরা ভারতের প্রায় ৭৮ শতাংশ মানুষের সঙ্গে কথা বলেছিল। তাঁদের দাবি ব্যবসা ক্ষেত্রেই এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। ভারতের আগে এই তালিকায় রয়েছে ইউক্রেন, সাইপরাস, গ্রিস, স্লোভানিয়া, কেনিয়া, ক্রোয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং হাঙ্গেরি।

তবে এই সমীক্ষায় একটিই ভাল খবর রয়েছে ভারতীয়দের জন্যে। ২০১৫ সালে করা সমীক্ষায় দুর্নীতি ও ঘুষ নেওয়ার ক্ষেত্রে ভারতের স্থান ছিল ছ নম্বরে। সেখান থেকে যথেষ্ট উন্নতি হয়েছে ২০১৭ সালে। তবে এরজন্যে প্রশাসনিক পর্যায়ে বেড়েছে নজরদারি এবং স্বচ্ছতা।

তবে এই সমীক্ষায় অন্য একটি বিষয় নজরে এসেছে, যেটা বিশেষজ্ঞদের জন্যে যথেষ্ট চিন্তারকারণ হিসেবে দেখা দিয়েছে। কর্মক্ষেত্রে জেনারেশন ওয়াই (সাধারণত যাঁরা ১৯৮০-১৯৯০ সালের মধ্যে জন্মেছে)তাঁদের আচরণ, ব্যবহার মোটেই সঠিক নয়। ওই সমীক্ষাতেই বলা হয়েছে ব্যবসায় বা কর্মক্ষেত্রে অল্প সময়ের মধ্যে সাফল্য পাওয়ার নেশায়, ফিন্যানশিয়াল টার্গেট পূরণের লক্ষ্যে অনেক সময়ই যুব সমাজ অনৈতিক কাজকর্ম করছে। সেই ট্রেন্ডটা পরিবর্তন করা একান্ত প্রয়োজনীয়। সমীক্ষাতেই দেখা গিয়েছে স্বল্প সময় সাফল্য পেতে অনৈতিক পন্থা নিতে প্রস্তুত ৪১ শতাংশ ভারতীয়।

সমীক্ষা বলছে ১৩ শতাংশ ভারতীয় নিজের কেরিয়ারের উন্নতির জন্যে মিথ্যা তথ্য দিতেও প্রস্তুত। এই সমীক্ষাটি চালিয়েছিল ইএমইআইএ ( ইওরোপ, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া এবং আফ্রিকা) ফ্রড সার্ভে ২০১৭।