নয়াদিল্লি ও বেজিং: দলাই লামা, প্রণব মুখোপাধ্যায়ের বৈঠকে চিনের আপত্তি কানে তুলল না ভারত।
সম্প্রতি নোবেল পুরস্কার জয়ী শিশু অধিকার আন্দোলনকর্মী কৈলাস সত্যার্থীর উদ্যোগে রাষ্ট্রপতি ভবনে শিশুদের নিয়ে হওয়া এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিব্বতী ধর্মগুরু। এতেই প্রবল ক্ষুব্ধ বেজিং বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও বাধাবিঘ্ন এড়াতে হলে অবশ্যই চিনের মূল উদ্বেগ, ভাবনাকে যেন সম্মান করে ভারত। আজ সাংবাদিক বৈঠক করে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, সম্প্রতি চিনের প্রবল আপত্তিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়েই ভারত তাদের রাষ্ট্রপতি আবাসে চতুর্দশ দলাই লামার দর্শনের ব্যবস্থা করতে তত্পর হয়ে ওঠে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন, ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেন তিনি। চিন এতে প্রচণ্ড বিরক্ত, এর প্রবল বিরোধী।


কিন্তু চিনের আপত্তির প্রতিক্রিয়ায় শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ স্পষ্ট বলেন, ভারতের একটা পরিষ্কার অবস্থান আছে। মহান দলাই লামা একজন শ্রদ্ধেয়, সম্মানীয় ধর্মীয় নেতা। উনি শিশু কল্যাণে উত্সর্গ করা একটি অ-রাজনৈতিক অনুষ্ঠানে এসেছিলেন।


চিনা মুখপাত্রটি দলাই লামার প্রণববাবুর সঙ্গে দেখা করায় আপত্তি জানিয়ে আরও বলেন, উনি রাজনৈতিক প্রবাসে রয়েছেন। ধর্মের অজুহাতে চিন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার চেষ্টায় দীর্ঘদিন ধরেই চিন-বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন তিনি। তাই তাঁর সঙ্গে যে কোনও দেশের কর্তাব্যক্তিদের যোগাযোগের সম্পূর্ণ বিরোধী চিন। যেহেতু অরুণাচল প্রদেশকে তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করে, তাই গত অক্টোবরে সেখানে আরেক তিব্বতী ধর্মীয় নেতাকে সফরের অনুমতি দেওয়ারও বিরোধিতা করেছিল বেজিং।