নয়াদিল্লি: পড়ুয়া আদানপ্রদান কর্মসূচির আওতায় পাকিস্তান থেকে প্রায় ৫০ ছাত্র ও তাদের শিক্ষকদের ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল দিল্লির একটি এনজিও। তারা ভারতে এসেওছিল, যেদিন পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় নিহত হন দুজন ভারতীয় জওয়ান, তাঁদের অঙ্গহানি করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম, সেদিনই। কিন্তু গত সোমবারের সেই মর্মান্তিক, অমানবিক ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে রুটসটুরুটস নামে সেই এনজিও-কে বলে দেওয়া হয়েছে, ওই পাক পড়ুয়াদের এ দেশ সফরের উপযুক্ত সময় এটা নয়। এরপর সেই পড়ুয়াদের পাকিস্তানে ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে এদিন জানান, ১ মে পাকিস্তান থেকে ওই ছাত্রদের এ দেশে চলে আসার কথা জানতে পেরেই মন্ত্রকের পক্ষ থেকে ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে বোঝানো হয়, বর্তমান পরিস্থিতিতে এমন পডু়য়া বিনিময় করা ঠিক হবে না। ঠিক ছিল, ওই পড়ুয়ারা ও তাদের শিক্ষকরা আজ আগ্রায় যাবে। আগামীকাল রাজধানীর পাক দূতাবাসে ভারতীয় ছাত্রদের সঙ্গে মতামত বিনিময় করবে তারা। এনজিওটি জানিয়েছে, ১১-১৫ বছরের ওই পড়ুয়াদের সফর কাটছাঁট করে ভারতের মানুষের অনুভূতি ও বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতি মাথায় রেখে ওদের নিরাপদে লাহোরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত অক্টোবরেও এনজিও-টি এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছিল। যদিও সেপ্টেম্বরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে তা বাতিল করতে হয়। এনজিও-র এক প্রতিনিধি বলেন, সেবার সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পড়ুয়া আদানপ্রদান কর্মসূচি বাতিল করি, এবারও করতে হল। পরিস্থিতি ভাল হলে দু-এক মাসে আবার ওই পড়ুয়াদের ডেকে আনব।