নয়াদিল্লি: ফের চাঁদের পথে ভারত। আগামী বছরের শুরুতেই একটি ল্যান্ডার ও একটি রোভার চাঁদে পাঠাচ্ছে ইসরো। চাঁদের উৎস ও বর্তমান অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
২০০৮-এর ৮ নভেম্বর বাস্তবায়িত হয় ভারতের প্রথম চাঁদের সফর চন্দ্রযান ওয়ান। পিএসএলভি রকেটে করে চাঁদে পাঠানো হয় যানটি। চন্দ্রযান টু হতে চলেছে প্রায় ১০ বছর পর।
ইসরো চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, একটি অরবিটার, ল্যান্ডার সহ যাবতীয় প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদের কক্ষপথে স্থাপন করতে চান তাঁরা। এ জন্য অরবিটারটি তৈরি করা হচ্ছে, পরীক্ষা চলছে ল্যান্ডার ও রোভারের। ডিসেম্বরে আরও কিছু পরীক্ষা হবে।
ইসরোর ভারী রকেট জিএসএলভি এবার শ্রীহরিকোটা থেকে এইসব যন্ত্রপাতি নিয়ে যাত্রা শুরু করবে।
চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর ল্যান্ডার ও রোভার নির্দিষ্ট জায়গায় করবে সফট ল্যান্ডিং। শুরু হবে বৈজ্ঞানিক পরীক্ষা। ল্যান্ডার থেকে বেরিয়ে রোভার চাঁদের জমি খতিয়ে দেখবে। তারপর রেডিও সংযোগের মাধ্যমে ছবি সহ তথ্য পাঠাবে পৃথিবীতে, ভারতীয় বৈজ্ঞানিকদের কাছে।
আগামী বছরের শুরুতে আবার চাঁদে যাবে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -