নয়াদিল্লি: ফের চাঁদের পথে ভারত। আগামী বছরের শুরুতেই একটি ল্যান্ডার ও একটি রোভার চাঁদে পাঠাচ্ছে ইসরো। চাঁদের উৎস ও বর্তমান অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।


২০০৮-এর ৮ নভেম্বর বাস্তবায়িত হয় ভারতের প্রথম চাঁদের সফর চন্দ্রযান ওয়ান। পিএসএলভি রকেটে করে চাঁদে পাঠানো হয় যানটি। চন্দ্রযান টু হতে চলেছে প্রায় ১০ বছর পর।

ইসরো চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, একটি অরবিটার, ল্যান্ডার সহ যাবতীয় প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদের কক্ষপথে স্থাপন করতে চান তাঁরা। এ জন্য অরবিটারটি তৈরি করা হচ্ছে, পরীক্ষা চলছে ল্যান্ডার ও রোভারের। ডিসেম্বরে আরও কিছু পরীক্ষা হবে।

ইসরোর ভারী রকেট জিএসএলভি এবার শ্রীহরিকোটা থেকে এইসব যন্ত্রপাতি নিয়ে যাত্রা শুরু করবে।

চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর ল্যান্ডার ও রোভার নির্দিষ্ট জায়গায় করবে সফট ল্যান্ডিং। শুরু হবে বৈজ্ঞানিক পরীক্ষা। ল্যান্ডার থেকে বেরিয়ে রোভার চাঁদের জমি খতিয়ে দেখবে। তারপর রেডিও সংযোগের মাধ্যমে ছবি সহ তথ্য পাঠাবে পৃথিবীতে, ভারতীয় বৈজ্ঞানিকদের কাছে।