চেন্নাই: ভারতীয় মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস। আজই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে রওনা দিল ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-৩৪। সঙ্গে নিয়ে যাবে ২০টি কৃত্রিম উপগ্রহ। কাউন্টডাউন শেষ হবে সকাল ৯টা ২৬ মিনিটে। পিএসএলভি সি-৩৪-এ চড়ে মহাকাশে পাড়ি দিল ভূ পর্যবেক্ষণের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় মহাকাশযান কার্টোস্যাট-২ এবং আরও দু’টি ছোট উপগ্রহ ‘সত্যভামা স্যাট’ এবং ‘স্বয়ং’।
এছাড়াও আমেরিকা, কানাডা, জার্মানি ও ইন্দোনেশিয়ার তৈরি ১৭টি উপগ্রহ বয়ে নিয়ে যাবে পিএসএলভি সি-৩৪। ২০ টি উপগ্রহের মোট ওজন ১ হাজার ২৮৮ কেজি।
এর আগে ২০০৮ সালে একই সঙ্গে ১০টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট।
নয়া ইতিহাস ইসরোর! একসঙ্গে ২০টি উপগ্রহ নিয়ে মহাকাশে পিএসএলভি সি-৩৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 03:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -