নয়াদিল্লি: মক্কায় গত সপ্তাহে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইসলামিক দেশগুলির জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর গৃহীত প্রস্তাবে জম্মু ও কাশ্মীর ইস্যুর উল্লেখ থাকায় তীব্র অসন্তোষ জানাল ভারত। এটা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ওআইসির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে কোনও আইনি এক্তিয়ারই নেই বলে দাবি করেছেন তিনি। বলেছেন, এ ধরনের ‘অবাঞ্ছিত প্রসঙ্গ’ তোলা থেকে বিরত থাকা উচিত ওআইসির। মক্কা সম্মেলনে গৃহীত চূড়ান্ত প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের মানুষের ন্যয্য অধিকারের প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করেছে, সেখানকার জন্য বিশেষ দূতও নিয়োগ করেছে ওআইসি। প্রসঙ্গত, ৫৭টি দেশের জোট ওআইসির ৫৩টি সদস্য রাষ্ট্রই মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
রভিশ কুমারকে সেই জোটের জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ৩১ মার্চ মক্কায় ওআইসি সদস্য দেশগুলির চতুর্দশ সম্মেলনের শেষে গৃহীত চূড়ান্ত বার্তায় ভারতের ঘরোয়া ব্যাপারে আরও এক অবাঞ্ছিত হস্তক্ষেপ স্পষ্ট প্রত্যাখ্যান করছি আমরা।
গত ১ মার্চ প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আবু ধাবিতে ওআইসির বিদেশমন্ত্রীদের কাউন্সিলের ৪৬-তম উদ্বোধনী প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছিলেন। তিনিই ভারতের প্রথম বিদেশমন্ত্রী যিনি ওআইসির বৈঠকে ছিলেন। পাকিস্তান সুষমাকে পাঠানো আমন্ত্রণ বাতিলের দাবিতে জোর তত্পরতা চালিয়েছিল বটে, কিন্তু আয়োজক দেশ সংযু্ক্ত আরব আমিরশাহিই তা নাকচ করে দেয়। এর জেরে সেই প্লেনারি বৈঠক বয়কট করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।