নয়াদিল্লি: শুধু দ্বিপাক্ষিক আলোচনাতেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। রাষ্ট্রসঙ্ঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেজের প্রস্তাব নাকচ করে ফের এ কথা স্পষ্ট করে দিল ভারত।

গুতেরেজ বলেছিলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানি আধিকারিকদের মধ্যে আলোচনায় তিনি মধ্যস্থতা করতে ইচ্ছুক। কিন্তু দিল্লি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারত বরাবর বলে এসেছে, ভারত-পাক যাবতীয় ইস্যু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মেটাতে হবে বলে তাদের যে অবস্থান, তা এখনও পাল্টায়নি।

গুতেরেজের মুখপাত্র পারহান হক দাবি করেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেছেন, কাশ্মীর সমস্যা মেটাতে দু’দেশের আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনায় ইচ্ছুক। কবে নাগাদ এই কথা শুরুর কথা ভাবছেন জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বিষয়টিতে অনেক জটিল ইস্যু জড়িত যা আগে খতিয়ে দেখা জরুরি। তবে এলাকার পরিস্থিতির উন্নয়বনে তিনি যা করার অবশ্যই করার চেষ্টা করবেন।

পাকিস্তান বরাবরই কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ চেয়েছে। গত বছরের শেষে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে দীর্ঘস্থায়ী অশান্তির প্রেক্ষিতেও বারবার এই দাবি তোলে তারা।

গুতেরেজের আগে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদে থাকা বান কি মুন কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু মধ্যস্থতার প্রস্তাব কখনও দেননি তিনি।