বেঙ্গালুরু: দেশের সর্বাধুনিক রিমোট সেন্সিং ‘রিসোর্সস্যাট-২এ’ স্যাটেলাইটকে সাফল্যের সঙ্গে মহাকাশে পাঠাল ভারত। এই উপগ্রহের ফলে কৃষিক্ষেত্র উপকৃত হবে বলে জানানো হয়েছে।


বুধবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহকে নিয়ে কর্নাটকের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে (পিএসএলভি-সি৩৬)।


https://twitter.com/PIB_India/status/806361741701615616

ইসরো জানিয়েছে, ঠিক ১৭ মিনিটের মাথায় রিসোর্সস্যাটকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮২৪ কিলোমিটার উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে পিএসএলভি। উৎক্ষেপণ প্রক্রিয়া একেবারে নিখুঁত ছিল বলে দাবি করেন ইসরো চেয়ারম্যান কিরণ কুমার।


জানা গিয়েছে, তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে ছবি পাঠাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১২৩৫ কেজির রিসোর্সস্যাট-২এ। একইসঙ্গে বিভিন্ন তথ্যও পাঠাতে সক্ষম হবে উপগ্রহটি। ওই ছবি ও তথ্য পরবর্তীকালে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হবে।


ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছর ধরে কাজ করবে রিসোর্সস্যাট-২এ। এই সময়ে সেটি ফসল ফলনের এলাকা, ফসলের ভূমি ম্যাপ করা, জমি অনুযায়ী ফসলের ধরন, প্রকৃতি নির্ধারণ করা এবং একইসঙ্গে খরার বিষয়ে নজরদারি চালাবে।


এর আগে, ২০০৩ এবং ২০১১ সালে রিসোর্সস্যাট-১ এবং রিসোর্সস্যাট-২ উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে। বলা যেতে পারে, এদিনের উৎক্ষেপণ আগের উপগ্রহগুলিকে সহায়তা দেবে।