বালেশ্বর: পরমাণু অস্ত্রবাহী ভূমি থেকে ভূমি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ৫০০০ কিমি পাল্লার অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্স এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল ওড়িশার উপকূলের টেস্ট রেঞ্জ থেকে।
এই সফল উৎক্ষেপণ ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সক্ষমতা ও প্রতিরোধ শক্তি আরও জোরদার করল।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সমস্ত রাডার, ট্রাকিং সিস্টেম ও রেঞ্চ স্টেশনে ক্ষেপণাস্ত্রের উড়ান সক্ষমতা পর্যবেক্ষণ করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ১৯ মিনিট আকাশে ছিল এবং এই সময়ের মধ্যে ৪,৯০০ কিমি পথ পাড়ি দিয়েছে।
সূত্রের খবর, এদিন সকাল ৯.৫৪ টায় আব্দুল কালাম আজাদ দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়।
ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড এই ক্ষেপণাস্ত্রে রয়েছে বাড়তি নেভিগেশন সিস্টেম। এরফলে তা নির্ভূলভাবে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যেতে পারে। সর্বাধিক উচ্চতায় পৌঁছনোর পর লক্ষ্যবস্তুর দিকে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে আরও বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে সক্ষম।
অগ্নি সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছিল ২০১২-র ১৯ এপ্রিল। এরপর ২০১৩-র ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০১৫-র ৩১ জানুয়ারি তৃতীয় এবং ২০১৬-র ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছিল।