বালাসোর: পরমাণু অস্ত্রবাহী অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ড. আবদুল কালাম দ্বীপ যা আগে হুইলার দ্বীপ নামে পরিচিত ছিল, সেখান থেকে আজ মোবাইল লঞ্চারের মাধ্যমে ভূমি থেকে ভূমি ৪ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) পক্ষ থেকে বলা হয়েছে, আজ বেলা ১১.৫৫ মিনিটে সফলভাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে ষষ্ঠবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছোঁড়া হল। শেষবার পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ৯ নভেম্বর। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের নেতৃত্বে সেই পরীক্ষাও সফল হয়েছিল। আজকের পরীক্ষাও সফল হয়েছে।
অগ্নি-৪ ২০ মিটার লম্বা ক্ষেপণাস্ত্র। ওজন ১৭ টন। এটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সফল এই ক্ষেপণাস্ত্র। এটি ঢাকা রয়েছে এমন তাপরোধী বর্মে, যা ৪ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও ক্ষতির মুখে পড়বে না। ভিতরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচেই থাকবে। ফলে এই ক্ষেপণাস্ত্র তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে।
অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2017 03:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -