বালাসোর: যেদিন রাশিয়ার সোচি শহরে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেদিনই দেশে ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল।
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র এক আধিকারিক জানান, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশা উপকূলে চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর তিন নমবর লঞ্চপ্যাড থেকে ওই পরীক্ষা করা হয়।
ক্ষেপণাস্ত্রের আয়ু বৃদ্ধি করতে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এদিন সেই প্রযুক্তির পরীক্ষা করা হয়। সফল পরীক্ষার জন্য এদিন ডিআরডিও -কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষার ফলে, ক্ষেপণাস্ত্র বদলের খরচ অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই, এই মিসাইলের তিনটি পৃথক ভ্যারিয়েন্ট স্থল, নৌ ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসকে স্থল, রণতরী, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়।
ক্ষেপণাস্ত্রের স্থল ও নৌসেনার ভার্সানের ওজন প্রায় ৩ হাজার কেজি। বায়ুসেনার ভার্সানটির ওজন প্রায় ২,৫০০ কেজি। আগে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ২৯০ কিলোমিটার। পরে, তা বাড়িয়ে ৪০০ কিমি করা হয়। এখন পাল্লাকে দ্বিগুণ করার গবেষণা চলছে।
ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2018 10:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -