বালাসোর: যেদিন রাশিয়ার সোচি শহরে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেদিনই দেশে ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল।
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র এক আধিকারিক জানান, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশা উপকূলে চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর তিন নমবর লঞ্চপ্যাড থেকে ওই পরীক্ষা করা হয়।
ক্ষেপণাস্ত্রের আয়ু বৃদ্ধি করতে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এদিন সেই প্রযুক্তির পরীক্ষা করা হয়। সফল পরীক্ষার জন্য এদিন ডিআরডিও -কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষার ফলে, ক্ষেপণাস্ত্র বদলের খরচ অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই, এই মিসাইলের তিনটি পৃথক ভ্যারিয়েন্ট স্থল, নৌ ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসকে স্থল, রণতরী, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়।
ক্ষেপণাস্ত্রের স্থল ও নৌসেনার ভার্সানের ওজন প্রায় ৩ হাজার কেজি। বায়ুসেনার ভার্সানটির ওজন প্রায় ২,৫০০ কেজি। আগে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ২৯০ কিলোমিটার। পরে, তা বাড়িয়ে ৪০০ কিমি করা হয়। এখন পাল্লাকে দ্বিগুণ করার গবেষণা চলছে।