বালাসোর: দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি ওয়ান ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার আবদুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ থেকে মঙ্গলবার সকালে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ওয়ান ৭০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে।

মঙ্গলবার সকাল ১০টা ১০-এ হুইলার দ্বীপের ইনটিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপিত হয় এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনার কৌশলগত প্রশিক্ষণের অংশ হিসেবে ছোঁড়া হয়েছে এটিকে। উন্নতমানের রাডার, টেলিমেট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, ইলেক্ট্রো অপটিক ইনস্ট্রুমেন্টস ও নৌবহরের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির ওপর নজর রাখা হয়, যতক্ষণ না তা লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে। অত্যন্ত উন্নত নেভিগেশন সিস্টেম সম্পন্ন অগ্নি ওয়ান অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যতে পৌঁছতে পারে। ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এটি।

১২ টন ওজনের ১৫ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র ১ টনের বেশি ওজন বহন করতে সক্ষম। তবে ওজন কমালে আরও দূর যেতে পারে।