বালাসোর: দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড অয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। শব্দের চেয়েও দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্র মাটির কাছাকাছি চলে আসা যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মুহূর্তে ধ্বংস করতে পারে।

পরীক্ষাটি হয়েছে ওড়িশায়। এ নিয়ে এ বছর এটি তৃতীয় সফল সুপারসনিক ইন্টারসেপ্টর পরীক্ষা। বৈজ্ঞানিকরা বলেছেন, পৃথিবীর বায়ুমণ্ডলের ৩০ কিলোমিটারের মধ্যে যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি ধরা পড়বে এই ক্ষেপণাস্ত্রের রাডারে।

আগের দুটি পরীক্ষা হয় এ বছরের ১১ ফেব্রুয়ারি ও ১ মার্চ। ভারত চেষ্টা করছে দেশীয় প্রযুক্তিতে তৈরি বহু মাত্রিক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্বয়ংসম্পূর্ণ ভাণ্ডার গড়ে তোলার।

ওড়িশার চাঁদিপুর থেকে প্রথমে ছোঁড়া হয় একটি পৃথ্বী ক্ষেপণাস্ত্র। ট্র্যাকিং রাডারে তার সিগন্যাল মেলার পর আবদুল কালাম দ্বীপ থেকে উৎক্ষিপ্ত হয় ইন্টারসেপ্টর এএডি ক্ষেপণাস্ত্রটি। বঙ্গোপসাগরের ওপর পৃথ্বী ক্ষেপণাস্ত্রটিকে চূর্ণবিচূর্ণ করে ফেলে।