নয়াদিল্লি: সীমান্তে বিনা প্ররোচনায় পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে এক সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় পাক হাই কমিশনের এক আধিকারিককে তলব করল ভারত। এই ঘটনাকে শোচনীয় আখ্যা দিয়ে রাজনৈতিক বিচারের দাবি জানিয়েছে ভারত।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাউন্সেলর তারিক করিমকে ডেকে পাঠিয়ে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনে এক সেনা জওয়ানের মৃত্যুর ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।’
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, লাইন অফ কন্ট্রোল (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের তরফ থেকে ক্রমাগত বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত ২০০৩ সালের সংঘর্ষ বিরতির চুক্তিকে সম্মান জানিয়ে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার দাবি জানালেও, এ বছর এলওসি-তে ৩০১ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।
সংঘর্ষ বিরতি লঙ্ঘনে জওয়ানের মৃত্যু, পাক কূটনীতিককে তলব করে প্রতিবাদ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2017 11:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -