নয়াদিল্লি: আগামী বছরেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী সুপার কম্পিউটার নির্মাণ করে ফেলবে ভারত।
প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের দায়িত্বে রয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, যারা অতীতে দেশের প্রথম সুপার-কম্পিউটার ‘পরম’-এর নির্মাণ করেছে। রবিবার এই কথা জানান, বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রকের সচিব আশুতোষ শর্মা।
জানা গিয়েছে, গত বছর মার্চ মাসে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশন-এর প্রস্তাবিত প্রকল্পকে অনুমোদন দেয় কেন্দ্র। এর আওতায় আগামী সাত বছরে ৮০টি সুপার-কম্পিউটার তৈরি করা হবে।
এর মধ্যে কিছু বিদেশে রফতানি করা হবে। বাকিগুলি দেশেই থাকবে। আগামী বছরের আগস্ট মাসে এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রথম সুপার-কম্পিউটারের নির্মাণ সম্পূর্ণ হবে।
শর্মা জানান, বর্তমানে এই সুপার-কম্পিউটার থেকে উৎপন্ন তাপকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। তিনি জানান, এই সুপার-কম্পিউটার চালু রাখতে শুধু বিদ্যুৎ খরচ হবে অন্তত এক হাজার কোটি টাকার সমান।
জানা গিয়েছে, এই সুপার-কম্পিউটারগুলিকে দেশের বিভিন্ন প্রান্তে রাখা হবে। জলবায়ু নিরিক্ষণ থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস এবং ওষুধের গবেষণায় কাজে এই সুপার-কম্পিউটার ব্যবহার করা হবে।
বর্তমানে বিশ্বের সুপার-কম্পিউটারের নিয়ন্ত্রণ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চিন এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে রয়েছে। নিজস্ব সুপার-কম্পিউটার তৈরি করতে সমর্থ হলে ভারত এই এলিট ক্লাবের সদস্য হয়ে যাবে।
আগামী বছরই ভারত তৈরি করে ফেলবে নিজস্ব সুপার-কম্পিউটার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 01:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -