নয়াদিল্লি:  এবছর ভারতে পূর্বাভাসের চেয়েও বেশি বৃষ্টি হবে, মঙ্গলবার একথা ঘোষণা করেন আবহাওয়া দফতরের প্রধান। এরফলে যেমন কৃষি ক্ষেত্রে উত্পাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনই উর্ধ্বমুখী থাকবে অর্থনীতির হারও বলছেন বিশেষজ্ঞরা।

আইএমডি-র ডিরেক্টর জেনারেল কে.জে রমেশ এক সাক্ষাত্কারে মঙ্গলবার বলেন, গত ১৮ এপ্রিল তাঁরা পূর্বাভাস দিয়েছিলেন এবছর ভারতে গড়ে ৮৯ সেন্টিমিটার বৃষ্টি হবে। কিন্তু তারপর থেকে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আগের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশে, জানাচ্ছেন ডিরেক্টর জেনারেল।

প্রতিবছর বর্ষাকালে ৭০ শতাংশ মতো বৃষ্টি হয় ভারতে। এরফলে ধাক্কা খায় ধান, আখ, ভুট্টা, তুলো এবং সোয়াবিন চাষ, কারণ দেশের সব জায়গায় প্রয়োজনীয় সেচের ব্যবস্থা নেই। চাষীরা মূলত বর্ষার বৃষ্টির ওপরই নির্ভরশীল। সেখানে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যদি এবছর ৯৬ শতাংশ বৃষ্টি হয়, তাহলে কৃষি ক্ষেত্রে উন্নয়ন অবশ্যম্ভাবী।

এমনকি প্রাক-বর্ষার বৃষ্টি এরমধ্যেই দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। এরফলে এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন সেই সমস্ত এলাকার চাষীরা। গত পঞ্চাশ বছরের মধ্যে এবছর গড়ে ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ হারে বৃষ্টি হবে সারা ভারত জুড়ে।