নয়াদিল্লি: চিনের ওয়ান রোড ওয়ান বেল্ট বা ওবর প্রকল্পে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা ফের খারিজ করল দিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, কোও দেশের পক্ষেই এমন প্রকল্প মেনে নেওয়া সম্ভব নয়, যা তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরোধিতা করবে। এ নিয়ে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার, তাতে কোনও পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছে তারা।

বিদেশ মন্ত্রক বলেছে, তথাকথিত এই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। ভারত বিশ্বাস করে, দুদেশের মধ্যে যোগাযোগ সব সময় হওয়া উচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নিয়মনীতি, সুশাসন, আইনের শাসন, স্বচ্ছতা, সমানাধিকার ইত্যাদি মেনে। দেখা উচিত, তাতে যেন অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত না হয়।

শোনা যাচ্ছিল, সামনে চিনে এসসিও সামিট থাকায় ভারত চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই-এর বিরোধিতা আপাতত নাও করতে পারে, যা কিছু বলার শুধু বলতে পারে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিপক্ষে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই সামিটে যোগ দেবেন। তার প্রেক্ষিতেই এভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক।