নয়াদিল্লি: আজ সফলভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাল্কা ওজনের ‘গ্লাইড বম্ব’ পরীক্ষা করল বায়ুসেনা ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ওড়িশার চাঁদীপুরে এই পরীক্ষা হয়। সরকারিভাবে জানানো হয়েছে, ‘গ্লাইড বম্ব’ সফলভাবে ৭০ কিমিরও বেশি দূরের লক্ষ্যে আঘাত হেনেছে। বিভিন্ন পাল্লা ও আলাদা ছাড়ার পরিবেশে মোট তিনটি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা সফল হওয়ায় বায়ুসেনার দল ও ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

এই ‘গ্লাইড বম্ব’-কে স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড ওয়েপন (এসএএডব্লু) হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ বায়ুসেনার বিমান থেকে ‘গ্লাইড বম্ব’ ছাড়া হয়। নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানায় এসএএডব্লু-কে শীঘ্রই সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিআরডিও-র চেয়ারম্যান ড. এস ক্রিস্টোফার। মিসাইলস অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস বিভাগের ডিরেক্টর জেনারেল ড. জি সতীশ রেড্ডি বলেছেন, এসএএডব্লু একটি বড় সাফল্য। এই ‘গ্লাইড বম্ব’ ভূমিতে ১০০ কিমি দূরের লক্ষ্যেও সফলভাবে আঘাত হানতে সক্ষম।